Khoborerchokh logo

গাজীপুরের পূবাইলে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি 301 0

Khoborerchokh logo

গাজীপুরের পূবাইলে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি

আলমগীর কবীর:
গাজীপুর মহানগরের মাজুখান এলাকার জুট গোডাউনে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে । রোববার সকাল সোয়া ৯.৩০মিনিটের দিকে এই ঝুটপল্লীতে আগুন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঝুট ব্যবসায়ীদের ধারনা অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে এবং কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।এদিকে ফায়ার সার্ভিসের ইউনিট প্রাধানরা  বলছেন ৩০টির মতো ছোটবড় গোডাউন(ঘর) পুড়েছে।ভয়াবহ এই আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঝুট ব্যবসায়ীরা ।  
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, সকাল সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন,উত্তরা ফায়ার স্টেশন ও টঙ্গী ফায়ার স্টেশনসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।ছোট-বড় প্রায় ৩০টির মতো ঝুটগুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি;আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
কিছুদিন আগেও তাদের ওই জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল; সেই ক্ষতির রেশ কাটতে না কাটতে আবার অগ্নিকাণ্ডের রহস্য বুঝতে পারছি না।
 মো. সোলায়মান বলেন,অন্যান্য দিনের মতো রোববার সকালে কার্যক্রম শুরু করেন তারা। পাশের অপর একটি ঝুটের গুদামে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ঝুটপল্লির একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সভাপতি টিটু চৌধুরীর দাবি,রোববার ঝুটপল্লিতে অগ্নিকাণ্ডে এখানকার অর্ধশতাধিক ঝুটগুদাম পুড়ে গেছে। আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com